top of page
প্রেমে পড়েছেন কখনো? আচ্ছা, প্রেমে পড়া মানে কি? বিয়ে করে প্রেম, নাকি প্রেম করে বিয়ে? সংসার করা মানেই কি প্রেম করা, নাকি প্রেম ছাড়াও সংসার করা যায়? এসব কোনো প্রশ্নেরই উত্তর পাবেন না এই নাটকে - পাবেন কিছু সহজ সরল ভালোবাসার মূহর্ত আর কিছু দৈনিন্দিন জীবনের প্রতিচ্ছবি। কিন্তু তারই মধ্যে হয়তো হঠাৎ মিল খুঁজে পেলেও পেতে পারেন ভুলে আসা এক বিকেলে ঝালমুড়ি খেতে খেতে পাশাপাশি বসে আড্ডা। আসুন, দেখুন লাভ স্টোরি নাম্বার ফাইভ - এক থেকে চার তো অনেক শুনলেন, এবার দেখুন পাঁচ।
bottom of page